বিদ্যুৎ উৎপাদনে আদানির চেয়েও ব্যয়বহুল এস আলম

Breaking news

কয়লাভিত্তিক ৫ কেন্দ্র







বিদ্যুৎ উৎপাদনে আদানির চেয়েও ব্যয়বহুল এস আলম

আদানির চুক্তি নিয়ে বেশ আগে থেকেই বিতর্ক রয়েছে। তবে ২০২২ সালের ডিসেম্বরে বিষয়টি আনুষ্ঠানিকভাবে সামনে আনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। কয়লার অতিরিক্ত দামের কারণে আদানির বিদ্যুৎ কেনায় অস্বীকৃতি জানায় সংস্থাটি। পরে কয়লার দাম কমানোয় সম্মত হয় আদানি। তবে দেশের বেসরকারি খাতের আরেক বিদ্যুৎকেন্দ্র এসএস পাওয়ার নিয়ে তেমন কোনো আলোচনা হয়নি। যদিও এস আলম গ্রুপের মালিকানাধীন এ কেন্দ্র থেকে বিদ্যুৎ কিনতে পিডিবির আরও বেশি হারে গচ্চা যাচ্ছে।




সূত্র জানায়, ডলার সংকটে নিয়মিত কয়লা আমদানি করতে না পারায় বেসরকারি ও যৌথ উদ্যোগে নির্মিত কয়লভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর সক্ষমতার পুরোটা ব্যবহার করা যাচ্ছে না। এছাড়া কারিগরি ত্রুটিতেও নিয়মিতই বন্ধ থাকে কোনো না কোনো কেন্দ্র। ফলে এগুলোর গড় ক্যাপাসিটি চার্জ অনেক বেশি পড়ছে। তবে গত অর্থবছর এস আলমের বিদ্যুৎকেন্দ্রটির সক্ষমতার সবচেয়ে কম ব্যবহার হয়। মাত্র ২১ শতাংশ ব্যবহার হলেও বসিয়ে রেখেই কেন্দ্রটির জন্য তিন হাজার ২৮৮ কোটি টাকা ক্যাপাসিটি চার্জ পরিশোধ করতে হয়।

Post a Comment

0 Comments