ব্যবসায়ীরা চান আইনশৃঙ্খলার উন্নতি, ইউনূস বললেন দ্রুত হবে
অন্তর্বর্তী সরকার গঠনের এক মাস চার দিনের মাথায় দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে প্রথমবারের মত ব্যবসা সংলাপে অংশ নেন প্রধান উপদেষ্টা।
আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের মাধ্যমে নিরাপদে ও আস্থার সঙ্গে ব্যবসা পরিচালনা করার পরিবেশ তৈরির বিষয়ে ব্যবসায়ীদের আহ্বানে সাড়া দিয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, এ সমস্যা থেকে উত্তরণ দ্রুত হবে।
এসময় সরকারের সঙ্গে ব্যবসায়ীদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ছাত্র-জনতার গণঅভ্যুত্থান আমাদের নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি করে দিয়েছে। আসুন আমরা নতুন তরতাজা বাংলাদেশ গড়তে একসঙ্গে কাজ করি।”
বৃহস্পতিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স,বাংলাদেশ (আইসিসিবি) আয়োজিত ন্যাশনাল বিজনেস সংলাপে তিনি এ আহ্বান জানান।
অন্তর্বর্তী সরকার গঠনের এক মাস চার দিনের মাথায় দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে প্রথমবারের মত এ ব্যবসা সংলাপে অংশ নেন প্রধান উপদেষ্টা।
আইসিসিবির সভাপতি মাহবুবুর রহমান অসুস্থ থাকায় তার পক্ষ থেকে সংলাপের মূল প্রবন্ধ উপস্থাপন করেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন।
0 Comments